বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় নির্মিতব্য দেশের সর্ববৃহৎ ও বহুল আলোচিত ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ।
গতকাল শুক্রবার কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে গিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য যে সকল পদক্ষেপ হাতে নিয়েছেন, তার মধ্যে এটিও একটি। যা চীন এবং বাংলাদেশ সরকারের যৌথ প্রজেক্ট। এ কয়লাবিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়ন হলে বাঁশখালীসহ পুরো চট্টগ্রাম আলোকিত হবে। প্রকল্পটি বেসরকারি পর্যায়ের হলেও চীন-বাংলাদেশের সর্ববৃহৎ সম্পদ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাভু, এস. এস পাওয়ার প্লান্টের পরিচালক (কারিগরি) শহিদুল আলম, ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম মারুফ, এস আলম গ্রুপের বর্তমান ওয়ান অফ দ্য ডিরেক্টর মুহিত আলম, সিপিআই নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক, এস এস পাওয়ার প্যান্টের প্রধান সমন্বয়ক মোস্তান বিল্লাহ আদিল, এস আলম গ্রুপের বিমল কান্তি মিত্র, আশীষ কুমার নাথ, বাবু মিল্টন, প্রকল্প সমন্বয়কারী চিফ কোর্ডিনেটর ফারুক আহমেদ, বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন, এস এস পাওয়ার প্লান্টের সিএফও, গন্ডামারা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লেয়াকত আলী, গণ্ডামারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুল মোস্তফা সংগ্রাম প্রমুখ। উল্লেখ্য বর্তমানে এই উক্ত প্রকল্পের কাজ প্রায় ৭০ শতাংশ শেষ হয়েছে।