পশ্চিম বাঁশখালী হালিয়াপাড়া ‘উই ফর ইউ’ সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা মরহুম সুলতান উল কবির চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত রোববার সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় পেকুয়া উপজেলা ফুটবল একাডেমিকে ৪-৩ গোলে পরাজিত করে শিরোপা জিতেছে বাঁশখালী থ্রী স্টার ফুটবল একাডেমি। খেলা শেষে অনুষ্ঠাত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ.এইচ.এম ইউসুফ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এস.এম আইয়ুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ব্যারিস্টার মোফাজ্জল হোসেন, কাথরিয়া ইউনিয়ন পরিষদের সচিব পঙ্কজ দত্ত, অ্যাডভোকেট মিজানুর রহমান, বাঁশখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি আবদুল মতলব কালু ও ইউপি সদস্য কামাল উদ্দীন প্রমুখ।