চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারায় বজ্রপাতে মো. দিদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত কাশেম আলীর পুত্র মো. দিদার তাদের পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।
বিকালে তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।