বাঁশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ ২জনকে আটক করেছে। থানা পুলিশের প্রদত্ত বার্তায় জানা যায়, গত বুধবার থানার এসআই মং থোয়াই হ্লা চাক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের পুঁইছড়ির বাঁশখালী – পেকুয়া সীমান্ত ব্রীজের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় মহেশখালীর শাপলাপুর নতুন পাড়া এলাকার আব্দু শুক্কুরের কন্যা রুবি আকতার (২৩) কে ২ হাজার পিছ ইয়াবাসহ আটক করে। এর আগে থানার এসআই মো. মাসুদ সঙ্গীয় ফোর্স সহ একই স্থান থেকে মহেশখালীর বড় কুলান পাড়ার মোক্তার আহমদের পুত্র মো. আবু সামা (২৫) কে ২ হাজার পিছ ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে মাদক আইনে মামলাসহ অভিযান অব্যাহত থাকবে বলে জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন ।