ফুলকির আকাশ দেখা কার্যক্রম

| শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৬:১৮ পূর্বাহ্ণ

শিশুদের সাংস্কৃতিক জগৎ ফুলকির বিজ্ঞান গবেষণাগার ‘গ্যালিলিও’ এর তত্বাবধানে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি দুদিনব্যাপী আকাশ দেখা কার্যক্রম শুরু হয়েছে। ১৬ ফেব্রুয়ারি প্রথমদিন ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণির প্রায় ১৫০ জন শিক্ষার্থী স্বাস্থ্যবিধি মেনে ১০ জন করে দলে দলে এ কর্মসূচিতে অংশগ্রহণ করে। ফুলকি ভবনের ছাদে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা ও এ কে খান মিলনায়তনে মহাকাশ বিষয়ে ভিডিও ডকুমেন্টারি দেখানো হয়। সন্ধ্যা ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কার্যক্রম পরিচালিত হয়। আকাশ দেখায় শিক্ষার্থীদের মাঝে উপস্থিত ছিলেন ফুলকি ট্রাস্টের সভাপতি আবুল মোমেন, শীলা মোমেন, অধ্যক্ষ সৈয়দা খুরশীদা বেগমসহ বিজ্ঞান বিষয়ের সকল শিক্ষক। শিক্ষার্থীরা টেলিস্কোপে চাঁদ দেখে বিস্মিত হয়। ১৭ ফেব্রুয়ারি দ্বিতীয় দিনে ষষ্ঠ শ্রেণির ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কার্যক্রমের সার্বিক পরিচালনায় ছিলেন গ্যালিলিও এর সম্বয়কারী শিক্ষক সিমি বিশ্বাস। টেলিস্কোপ পরিচালনায় সহযোগিতা করেন সোহেল লুৎফুল হাসনাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবু ছিদ্দিক
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ইয়াবাসহ গ্রেফতার ২