বাঁশখালী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে কলেজ প্রতিষ্ঠাতাদের অন্যতম কথা সাহিত্যিক অধ্যাপক আসহাব উদ্দিন আহমদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট গতকাল শুক্রবার কলেজ মাঠে উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আ ন ম শাহাদত আলম। উদ্বোধক ছিলেন বাঁশখালী ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুখ আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপকুলীয় ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ এবং অধ্যাপক আসহাব উদ্দীন আহমদের নাতি বশির উদ্দীন আহমদ কনক, বাঁশখালী আওয়ামী লীগের আমির হোসেন বাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির সভাপতি মাষ্টার বেলাল হোসেন। খেলায় বাকলিয়া বয়েস অগ্রসর ক্লাব ৩১ রানে দি কিং অব বাঁশখালীকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয়।