ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দগ্ধ আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১টা ৫ মিনিটে ১৩ বছর বয়সী মাকিন মারা যায় বলে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন। এর আগে সকাল ৯টা ৩২ মিনিটে ১০ বছর বয়সী আইমান মারা যাওয়ার কথা জানিয়েছিলেন শাওন বিন রহমান। আয়মান ওই শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। খবর বিডিনিউজের।
ডা. শাওন বিন রহমান বলেন, মাকিনের শ্বাসনালীসহ শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছিল। হাসাপতালের আইসিউতে চিকিৎসাধীন ছিল সে। আর আইমান শরীরের ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসাপতালে চিকিৎসাধীন ছিল বলে জানিয়েছেন এই চিকিৎসক।
সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বিধ্বস্ত হয়। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই সামরিক বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত যে ৩৩ জনের মৃত্যু হয়েছে, তাদের বেশির ভাগই শিশু।
দগ্ধ ও আহত ৫০ জন এখনো জাতীয় বার্ন ইনস্টিটিউট, সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতদের মধ্যে ছয়জনের পোড়া লাশ শনাক্ত করা সম্ভব না হওয়ায় ডিএনএ পরীক্ষার জন্য নিখোঁজ পরিবারের সদস্যদের যোগাযোগ করতে বলা হয়েছিল। এর মধ্যে বৃহস্পতিবার ৫ জনের পরিচয় শনাক্তের কথা জানিয়েছে সিআইডি।