বস্তিতে বিলীন সবুজ প্রকৃতি

টাইগার পাসের পাহাড়

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ জুন, ২০২১ at ৭:১৫ পূর্বাহ্ণ

নগরীর লালখান বাজার থেকে টাইগারপাস পর্যন্ত সড়কে রয়েছে সবুজের সমারোহ। স্বল্প দূরত্বের সড়কটিতে পাহাড়ের পাদদেশে গড়ে উঠা বস্তিতে বিলীন হচ্ছে সৌন্দর্য। নগর ভবনের সন্নিকটে এসব বস্তি গড়ে উঠলেও নজর নেই সৌন্দর্যবর্ধনকারী প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের।
তবে বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, নগরজুড়ে অবৈধ ফুটপাত উচ্ছেদ কার্যক্রম চলছে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানও চলমান রয়েছে। টাইগারপাসে সড়কের পাশেই পাহাড়ের পাদদেশে গড়ে উঠা অবৈধ বস্তিগুলোও ঝুঁকিপূর্ণ। এসব বস্তি উচ্ছেদে পদক্ষেপ নেওয়া হবে।
সরেজমিনে দেখা যায়, লালখান বাজার থেকে টাইগারপাস পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক দুই পাশেই পাহাড়ঘেরা। তবে রাস্তার দুইপাশের ফুটপাতসহ আশেপাশের কিছু বস্তির কারণে দিনে দিনে বিলীন হতে যাচ্ছে সবুজ প্রকৃতি। বিশেষ করে, টাইগারপাস ট্রাফিক বক্সের পেছনে রেলওয়ের পাহাড়টির পাদদেশে অনেক দিন থেকে গড়ে উঠেছে বস্তি। স্থানীয় লোকজনের অভিযোগ, রেলওয়ে ও সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে এসব অবৈধ বস্তি গড়ে উঠেছে।

পূর্ববর্তী নিবন্ধচবির সাবেক উপাচার্য মোহাম্মদ আলীর ইন্তেকাল
পরবর্তী নিবন্ধরেলের নতুন ১০ ইঞ্জিন ট্রায়ালে নামছে কাল