বসন্তে রাঙাব দিন

রূপক কুমার রক্ষিত | রবিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:২৪ পূর্বাহ্ণ

তুমি আমার প্রেমের বাগানে
প্রথম ফাগুন রঙিন,
ফুলে ফুলে আজ স্বপ্ন সাজাবো
বসন্তে রাঙাব দিন।
ওগো, রাঙাব বসন্ত দিন।

প্রেমের পরশে কাছাকাছি এসে
স্বপ্নের ছবি আজ আঁকব,
দুষ্টু হাসির মিষ্টি ভাষায়
না বলা কথা সব বলব।
মনের রঙে রাঙাব তোমায়
আজ যে প্রেমের দিন।
ফুলে ফুলে আজ স্বপ্ন সাজাবো
বসন্তে রাঙাব দিন।
ওগো, রাঙাব বসন্ত দিন।

পলাশের কিছু রঙ নিয়ে আজ
শিমুলের রঙে রাঙাব,
তোমার মনের আবেগ আনন্দে
প্রেমের ছন্দ মিলাব।
মাতাল হাওয়ায় পথ হারিয়ে
দু’জনে হব আজ উদাসীন।
ফুলে ফুলে আজ স্বপ্ন সাজাবো
বসন্তে রাঙাব দিন।
ওগো, রাঙাব বসন্ত দিন।

পূর্ববর্তী নিবন্ধদেবাঙ্গী বাসনা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ৫৩ জন