বলুয়ারদিঘী খানকাহ এ কাদেরিয়ায় পবিত্র লাইলাতুল কদর ও খতমে তারাবি মাহফিল

| সোমবার , ৮ এপ্রিল, ২০২৪ at ১০:৪২ পূর্বাহ্ণ

প্রতিবছরের ন্যায় এ বছরও নগরীর বলুয়ারদিঘী খানকাহ এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় পবিত্র লাইলাতুল কদর ও খতমে তারাবির নামাজ গত শনিবার রাতে সম্পন্ন হয়। এ উপলক্ষে আয়োজিত মাহফিলে ফিলিস্তিনসহ বিশ্বের নিপীড়িত ও নির্যাতিত মুসলিম এবং দেশ ও জাতিসহ সকল পীর ভাইবোনদের কল্যাণ ও শান্তির জন্য দোয়া করা হয়। আলহাজ্ব নূর মোহাম্মদ সওদাগর আলকাদেরীর (.) পরিবারের সাহেবজাদাদের উপস্থিতির মাধ্যমে আয়োজিত মাহফিলে প্রধান মেহমান ছিলেন, আনজুমান এ রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক পূর্বদেশের সহকারি সম্পাদক অধ্যক্ষ আবু তালেব বেলাল। তকরির করেন, মাওলানা জসিম উদ্দিন তৈয়বী ও শায়ের মাওলানা এনামুল হক। প্রতিবছরের ন্যায় এদিন ২৭ দিনব্যাপী পবিত্র খতমে কোরআনের মাধ্যমে তারাবির নামাজ সমাপ্ত হয়। পরে মহিমান্বিত রজনী লাইলাতুল কদরের গুরুত্ব নিয়ে আলোচনা শেষে খতমে গাউসিয়া, সালাতুস সালাম, দোয়া মাহফিল, মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মহসিন।

উল্লেখ্য, ঐতিহ্যবাহী এ খানকাহ শরীফে প্রতিবছরের ন্যায় এবারও প্রতিদিন কয়েকশত ধর্মপ্রাণ মুসলমানের জন্য ইফতারি, সাহরির ব্যবস্থা করা হয় খানকাহ শরীফ পরিচালনা কমিটি ও মোতায়াল্লিদের পক্ষ থেকে। শবে ক্বদর উপলক্ষে সারারাতব্যাপী ধর্মপ্রাণ মুসলমানগণ নফল নামাজ, জিকির আসকার, যিয়ারত, পবিত্র কুরআন তেলাওয়াত ও অজিফার মাধ্যমে এবাদত বন্দেগী করে রাত কাটান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম নৌ অঞ্চলে নৌবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের ঈদ উপহার সামগ্রী বিতরণ