বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে হবে

বাঁশখালী আওয়ামী লীগের আলোচনা সভায় মোস্তাফিজ

| শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে মঙ্গলবার বিকালে বাঁশখালী আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন মো. মনসুর আলী। সভায় বক্তব্য দেন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, মহিউদ্দিন চৌধুরী খোকা, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, নজরুল ইসলাম চৌধুরী, সেলিম উদ্দিন চৌধুরী, মাওলানা আকতার হোছাইন, ওসমান গণি, মোরশেদুর রহমান নাদিম, মো. হামিদ, মো. রাকিব, এসএম ওবাইদুর রহমান প্রমুখ। সভায় মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে উজ্জীবিত হয়ে নিরস্ত্র বাঙালি জাতি মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড জনগণের মাঝে তুলে ধরতে হবে। তিনি নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পূর্ববর্তী নিবন্ধদেশের মানুষকে মহাসংকটে ফেলে দিয়েছে সরকার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ৫০ চিত্রশিল্পীর ‘আলপনার রঙে নববর্ষ আবাহন’