রাউজান পৌরসভা অপঁচনশীল পলিথিন, প্লাষ্টিক ব্যাগ, বোতলসহ নানা বর্জ্য কিনে নেয়া অব্যাহত রেখেছে। মেয়র জমির উদ্দিন পারভেজ প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে বসা বেচাকেনার হাট থেকে প্রতিবস্তা বর্জ্য একশ টাকা করে কিনে নিচ্ছেন। গতকাল ৫ মার্চ শনিবার কয়েকশ মানুষ বস্তাভর্তি বর্জ্য নিয়ে হাট বসিয়েছে পৌর এলাকার মুন্সেফ আদালতের পাশে মাঠে। মেয়র গরীব মানুষের কাছ থেকে এসব বর্জ্যের বস্তা কিনে ট্রাকের মাধ্যমে পৌরসভার নিদিষ্টস্থানে জমা করছেন। এখানে এক সংক্ষিপ্ত সভায় সভাপতিত্ব করেন কাউন্সিলর আজাদ হোসেন। উপস্থিত ছিলেন কাউন্সিলর জানে আলম জনি, এনামুল হক, সাবের হোসেন, আবু ছালেক, সবুজ দে ভানু, নাছির উদ্দিন, মুহাম্মদ আরাফাত, বেলাল হোসেন সিফাত, আরফানুল ইসলাম আবির, মিজানুর রহমান প্রমুখ।