রাঙামাটি জেলার দুর্গম সীমান্তবর্তী উপজেলা বরকলের ছোট হরিণা বাজারে আগুনে পুড়ে গেছে ২৮টি দোকান।
রবিবার দিবাগত রাত ১টার পর একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
দোকানে গ্যাস সিলিন্ডার থাকায় সেগুলোর বিস্ফোরণের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
পরে স্থানীয় জনগণ, বিজিবি ও পুলিশের দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লেগেছে সেটি নিশ্চিত করে কেউ বলতে পারেনি।
ছোট হরিণা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পনির বলেন, “একমাত্র সীমান্তবর্তী বাজারে প্রতি হাটের দিনে কয়েক লাখ টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার হাটের দিনে ভারতের নাগরিকরাও এ বাজারে আসে। ফলে বাজারটি উপজেলায় প্রধান একটি বাজার। বরকল উপজেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার। এর আশপাশে ফায়ার সার্ভিসের কোনো ইউনিট না থাকায় বাজারে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে।”
বাজারের মালামালসহ ৩ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
বরকল উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসন থেকে ৩ হাজার টাকা করে দেয়া হয়েছে। ব্যবসায়ীরা দাবি করেছেন ৩ কোটি টাকারও বেশি ক্ষতি সাধিত হয়েছে তাদের।
বরকল উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় প্রতি বছর আগুনে দোকানপাট, বসতঘর পুড়ে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।