বন্ধু আমার গোফরান উদ্দীন টিটু | বৃহস্পতিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:২২ পূর্বাহ্ণ বসন্ত কি শুধুই আসে বসন্তে বসন্ত চাই আসুক প্রতিদিন তোমার প্রেমে রঙিন হব বলে রঙ ছিটিয়ে করি না রঙিন। মানঅভিমান ভেদভেদাভেদ ভুলে চল বন্ধু মিলেমিশে রই ওগো মেয়ে খোলা এলোচুলে এসো প্রাণের বন্ধু শুধু হই।