বন্দরের নতুন কন্টেনার ইয়ার্ড চালু হচ্ছে কাল

আজাদী প্রতিবেদন | শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ৬:২১ পূর্বাহ্ণ

প্রায় ১৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম বন্দরের নতুন একটি কন্টেনার ইয়ার্ড চালু হচ্ছে কাল। নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আগামীকাল চট্টগ্রাম বন্দরের নয়া এই ইয়ার্ড উদ্বোধন করার কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দরের পুরনো ডক লেবার কলোনির পাশে সাড়ে ৩৪ একর জমিতে এই ইয়ার্ডটি নির্মাণ করা হয়েছে। নিউমুরিং ওভার ফ্লো কন্টেনার ইয়ার্ড নামের এই ইয়ার্ডে ১৬ হাজার টিইইউএস কন্টেনার রাখা যাবে। অবশ্য ইয়ার্ডের গ্রাউন্ডে কন্টেনার রাখা যাবে ৪ হাজার। ফোর হাই করে চার স্তরে এই ইয়ার্ডে ১৬ হাজার কন্টেনার রাখার সুযোগ তৈরি করা হয়েছে। এই ইয়ার্ডটি বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনিসিটি) এবং চিটাগাং কন্টেনার টার্মিনালের (সিসিটি) সার্বিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ওভার ফ্লো ইয়ার্ডের কার্যক্রম পুরোদমে চালু হলেও এনসিটি ও সিসিটির মূল জেটি ও ইয়ার্ডের উপর চাপ কমে আসবে। বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক আগামীকাল ওভার ফ্লো ইয়ার্ড উদ্বোধন হওয়ার কথা স্বীকার করেছেন।

পূর্ববর্তী নিবন্ধউৎসব নয়, বিতরণ শুরু আজ
পরবর্তী নিবন্ধআসুক নতুন আলো