মিরসরাই উপজেলার বদিউল আলম মডেল হাই স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা গতকাল স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব বদিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬ নং সাহেরখালী ইউনিয়ন এর চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি, শিক্ষানুরাগী হাসান মাহফুজ, সাধারন সম্পাদক এস.এম শাহরিয়ার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন, সাবেক প্রধান শিক্ষক নাদেরউজ্জামান আজাদ। স্কুলের প্রধান শিক্ষক শাহ আলম এর সার্বিক ব্যবস্থাপনায় স্কুল শিক্ষক মাইনুদ্দিন এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে এসএসসির কৃতি শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী পাশ্ববর্তী বিভিন্ন স্কুল হতে আগত শিক্ষক মন্ডলীসহ হাজারো এলাকাবাসী স্বতস্ফূর্ত অংশগ্রহণ করে।
স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, জাতীয় চার নেতার স্মরণে আয়োজিত ছেলেদের আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্ট, মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও ২০২২ এসএসসি পরীক্ষায় ৯৬.৪% সাফল্য নিয়ে কৃতকার্ষ কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত সংগীত পরিবেশন করেন স্কুল শিক্ষার্থী তাসফিয়া চৌধুরী নেহা।










