বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গত শুক্রবার চেরাগী পাহাড়স্থ চট্টগ্রাম একাডেমিতে ফাউন্ডেশনের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দের সমন্বয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও মহাসচিব মোহাম্মদ আলীর পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ভাইস চেয়ারম্যান বিবি ফাতেমা শিল্পী। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও রাজনীতিবিদ মাসুম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঞ্চিত নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকায় সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব। তিনি বলেন, আজকের যুবকরাই আগামীর বাংলাদেশ। তাই তাদের একতাবদ্ধ হয়ে সামাজিক সংগঠনের ছত্রছায়ায় এসে সমাজ ও দেশের জন্য কাজ করতে হবে। এতে প্রধান বক্তা ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নবাব হোসেন মুন্না, বিশেষ অতিথি ছিলেন নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব উৎপল কুমার দাস, কেন্দ্রীয় অর্থ সচিব মাজহারুল ইসলাম শাহেদ, কেন্দ্রীয় পরিচালক সাজ্জাদুল করিম খান, পরিচালক সামসুন নাহার সামু, বিবি ফাতেমা, ঢাকা জেলার সভাপতি সেলিম আহমেদ রাজু, সহ-সভাপতি আসাদ আলী রাজু প্রমুখ। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।