বজ্রসহ বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

| শনিবার , ৮ মার্চ, ২০২৫ at ১১:১৪ পূর্বাহ্ণ

আগামী সপ্তাহের শেষের দিকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর আগে তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে। গতকাল শুক্রবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। খবর বাংলানিউজের।

আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগের দুএক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ শনিবার সন্ধ্যা থেকে রোববার (০৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হযেছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

পূর্ববর্তী নিবন্ধসড়কে টয়লেটের পানি
পরবর্তী নিবন্ধবহদ্দার বাড়ি এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার