স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নগরীর জামাল খানে ডা. খাস্তগীর স্কুলের বাউন্ডারি দেয়াল ঘেঁষে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের স্মৃতি সম্বলিত শিল্পকর্ম ‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ’। আজ সন্ধ্যায় এ শিল্পকর্মের উদ্বোধন করবেন সিটি মেয়র রেজাউল করিম। বিশেষ অতিথি থাকবেন প্রাক্তন মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। এ প্রসঙ্গে শিল্পকর্মের উদ্যোক্তা জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন আজাদীকে জানান, শাহওয়ালী উল্লাহ স্কুল, এজি চার্চ স্কুল, সেন্ট মেরীস স্কুল, খাস্তগীর স্কুল, মহসীন স্কুল, চট্টগ্রাম সরকারি স্কুল, মহসিন কলেজ, চট্টগ্রাম কলেজের অগণিত শিক্ষার্থী ওই সড়ক দিয়ে চলাচল করে। উল্লেখিত দেয়ালটি গত ২০/২৫ বছর ধরে জরাজীর্ণ ছিল। দৈনিক আজাদী বাংলার কৃষ্টি, সংস্কৃতি, সভ্যতাকে তুলে ধরতে এই এম এ হাশেম চত্ত্বরে আমার সকল উদ্যোগে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। দৈনিক আজাদীর পাশাপাশি এবার পৃষ্ঠপোষকতায় হাত বাড়িয়ে দিয়েছে বহুমুখী শিল্প প্রতিষ্ঠান ফোর এইচ গ্রুপ। তারাও মনে করে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এ কাজটি অত্যন্ত প্রশংসিত হবে। নতুন প্রজন্মের কাছে শিক্ষণীয় একটি নিদর্শন হওয়ার পাশাপাশি দেয়ালটি নান্দনিকভাবে সাজবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ৫০ টি ছবি নিয়ে ২০০ ফুট বাই আট ফুট দেয়ালে হবে মিডিয়া আর্ট কার্ড টেম্পার গ্লাস খচিত এ শিল্পকর্ম। যা থেকে আমাদের নতুন প্রজন্ম বঙ্গবন্ধুর জীবনদর্শন সম্পর্কে জানতে পারবে। তিনি আরো বলেন, শুধু পরিচ্ছন্নতা কিংবা সৌন্দর্য বর্ধনই নয়, আমরা এই এলাকায় প্রতিটি দেয়ালকে ইতিহাস ও তথ্য সমৃদ্ধ কৃষ্টি, সংস্কৃতি সম্বলিত শিল্পকর্মে ভরিয়ে তুলবো। এটি শেষ হলে আমরা পুরনো পয়সা দিয়ে একটি ম্যুরাল করার চিন্তা ভাবনা করছি।