জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হাত দিলে পরিণাম শুভ হবে না। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এই বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধুর ভাস্কর্য সারা বাংলাদেশে স্থাপিত হবে। নগরীতে বিভিন্ন সংগঠনের সভা, সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
মহানগর মৎস্যজীবীলীগ: মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের সমাবেশ সংগঠনের আহ্বায়ক আমিনুল হক বাবুল সরকারের সভাপতিত্বে সদস্য সচিব এম এ মোতালেব তালুকদারের সঞ্চালনায় গত ২০ নভেম্বর বিকেল ৩টায় ফিশারিঘাটে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সীদুর রহমান। সভায় বক্তারা বলেন, চরমোনাই পীরদের কথায় এই বাংলাদেশ সৃষ্টি হয়নি। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এই বাংলাদেশ পেয়েছি। এতে প্রধান বক্তা ছিলেন মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর নস্কর। বিশেষ অতিথি ছিলেন মৎস্যজীবী কার্যকরী সভাপতি এম.সাইফুল আলম মানিক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরী। উপস্থিত ছিলেন মৎস্যজীবী কেন্দ্রীয় সহ-সভাপতি মো. আবুল বাশার, ডঃ মমতাজ খানম, লিকু শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ফিরোজ আহমেদ তালুকদার, এনামুল হক রাজু, সাজ্জাদুর রহমান, আজিজুল হক চৌধুরী, এম. এ. গফ্ফার কুতুবী, ইউসুফ আলী বাচ্চু, সাব্বির আহমেদ, আবুল হোসেন, রাজিব মুন্সি, মনজুর আলম নাহিদ, মোশারফ হোসেন প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটি: গতকাল শনিবার বিকেল ৪টায় নগরীর এক রেস্টুরেন্টে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ভাস্কর্য কোনও মূর্তি না। ভাস্কর্য যেকোনও দেশের ইতিহাস-ঐতিহ্যের প্রতীক। একটি দেশের জাতীয় নেতা, বীর ও সংগ্রামের চিত্র ভাস্কর্যের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা হয়। মহানগর কমিটির আহ্বায়ক শাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও সদস্য সচিব কাজী মুহাম্মাদ রাজিশ ইমরানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান সজিব, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, আশরাফুল হক চৌধুরী, হাসান মোহাম্মদ আবু হান্নান, রিপন চৌধুরী, বিবি গুল জান্নাত, সৈকত চক্রবর্তী, মো. জয়নাল আবেদীন, আবু মো. সাজেদ চৌধুরী সাজু, ইনজামাম উল-হক, মনিরুজ্জামান মনি, মোস্তাফিজুর রহমান শিবলী, মো. আরমান উদ্দিন, নাসির খান, এটিএম আসাদুজ্জামান জিসান, সাঈদ রানা, মো. সাহাব উদ্দিন, মো. কাওসার উদ্দিন চৌধুরী, মো. মাসুদ করিম, সাইফুল্লাহ মাহমুদ, মোহাম্মদ শাহজাহান প্রমুখ।
সিটি কলেজ ছাত্রলীগ: এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কটুক্তির প্রতিবাদে সরকারি সিটি কলেজ ছাত্রলীগ-ছাত্রসংসদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে এসে সমাপ্ত হয়। মিছিল পরবর্তী সমাবেশে কলেজ ছাত্র সংসদের ভিপি আবু তাহেরর সভাপতিত্বে এবং কলেজ ছাত্রলীগ শাখার (বৈকালিক) সাধারণ সম্পাদক এম. রাশেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সিটি কলেজ ছাত্র সংসদের জিএস মারুফ আহম্মদ সিদ্দিকী, μীড়া সম্পাদক মোহাম্মদ সোহেল। উপস্থিত ছিলেন মো. বোখারী আজম, আবু বক্কর, আরিফুল হক ফরহাদ, মোহাম্মদ ফারুক, সজিবুল ইসলাম সজীব, মোহাম্মদ মহসিন, ফজলে রাব্বি সমুন, আসিফ হোসেন, মো. ধানেশ মিয়া, রফিকুল ইসলাম, ছোটন দাশ, মোহাম্মদ গিয়াস উদ্দিন রায়হান, ইয়াসির আরাফাত, হৃদয় কুমার দাশ, আরাফাত মহিউদ্দিন, প্রসেনজিৎ নাথ, মাইনুল হাসান, আকবর জুয়েল, মাইনুদ্দীন, আবিদ হোসেন, সুলতান ফাহিম, সেতু কর্মকার, রিয়াদ মাহমুদ, মামুনুর রশিদ, শাহারিয়ার সানভি, মাসুক আল মাসুদ, মো. জুয়েল, মেহেরাব হোসাইন অপি, আসিফুল হক সিফাত, সোহান, মো. ফাহিম, আতিকুল ইসলাম নাঈম, মারজান, আয়েশা সিদ্দিকা রাবেয়া প্রমুখ।