চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. অনুপম সেন বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ একার্থ। বঙ্গবন্ধু ৬ দফা প্রত্যাহার করলে বাংলাদেশ আর স্বাধীন হত না।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন চউকের সচিব আনোয়ার পাশা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চউকের বোর্ড সদস্য জসিম উদ্দীন শাহ ও এম আর আজিম, চউকের প্রধান নগর পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খাঁন। এছাড়া উপস্থিত ছিলেন চউক প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরীসহ চউকের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন সালাউদ্দিন এবং কর্মচারীদের পক্ষ হতে বক্তব্য রাখেন চউকের কর্মচারী মো. জাবেদ ও মো. মোস্তফিজ। প্রেস বিজ্ঞপ্তি।