কর্ণফুলীতে খেলার ছলে গলায় ওড়না পেঁচিয়ে সর্পিতা দাশ (৯) নামে এক শিশুর মৃত্যুর হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার চরলক্ষ্যার ২ নং ওয়ার্ডে নারায়ণ ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত সর্পিতা চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী ও একই এলাকার অজিত দাশ ও চুমকি দাশের কন্যা। জানা যায়, সর্পিতার পিতা অজিত দাশ নগরীর ইপিজেডে কর্মরত আছেন। মা চুমকি দাশ কাজ করছেন কর্ণফুলীর চরপাথরঘাটায় গোল্ডেন সন কোম্পানীর পুতুল কারখানায়। নিহত সর্পিতা তিন বোনের মধ্যে সবার ছোট।
সর্পিতার চাচাতো ভাই রিপন দাশ বলেন, সর্পিতা স্কুল ছুটি শেষে দুপুর আড়াইটায় বাড়ি ফিরে। বিকাল সাড়ে ৪টায় তার বাড়ির পড়ার রুমে পড়তে বসে। এক পর্যায়ে সে নিজে নিজে বউ সাজার চেষ্টা করে। তখন অজান্তে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাস আটকে যায়। এ সময় সে বিছনায় লুটিয়ে পড়ে। পরে তার এক বড় বোন রুমে এলে সর্পিতাকে এ অবস্থায় দেখতে পায়। এরপর পরিবারের সবাই এসে তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য স্থানীয় একজন চিকিৎসককে দেখালে তিনি সর্পিতার পাল্স না পেয়ে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। এরপর তাকে চমেক হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বলেন, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যুর খবর পেয়েছি। এটা খুবই দুঃজনক। প্রত্যেক পিতা-মাতাকে এ বিষয়ে সচেতন হওয়া জরুরি।