চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সাবেক সভাপতি ও সিডিএর বোর্ড সদস্য ইঞ্জিনিয়ার মনজারে খোরশেদ আলম বলেছেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী গোষ্ঠী সব সময় আমাদেরকে শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল। ইসলাম ধর্মের কথা শুনলে তাদের এসবের প্রতি ঘৃণা লাগে। যেমনিভাবে বৃটিশ ও পাকিস্তানিরা আমাদের উপর গোলামীর জিঞ্জির পরিয়ে ছিল। ঐক্যবদ্ধভাবে আমাদের বিজয় ধরে রাখতে হবে। ইসলামের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে।
তিনি আরো বলেন, দেশে দেশে ইসলাম ও মানবতার বিরুদ্ধে অত্যাচার নির্যাতন চলছে। ফিলিস্তিনসহ বিভিন্ন দেশে মুসলমানদের উপর চরম নির্যাতন চলছে। সেখানে নারী শিশু থেকে শুরু করে সবার প্রতি চলছে চরম হত্যাযঞ্জ। গতকাল শুক্রবার বিকেলে পটিয়া উপজেলার কচুয়াই কমল মুন্সির হাট চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে হযরত শাহজালাল (র.) ইসলামী পাঠাগার আয়োজিত রাসূলুল্লাহ (সা.) এর জীবনের আলোকে আমাদের করণীয় শীর্ষক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পটিয়া পেশাজীবী ফোরামের চেয়ারম্যান অ্যাড. শেখ মো. ওমর ফারুকের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিআইএ জামে মসজিদের খতিব মাওলানা সাফওয়ান বিন হারুন আজহারী। হযরত শাহজালাল ইসলামী পাঠাগারের সাধারণ সম্পাদক মো. নুরুল আজিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মাস্টার নাছের আলম শেখ, পটিয়া বায়তুশ শরফ মাদ্রাসার সহ সুপার মাওলানা সরওয়ার হোসাইন রাশেদী, শওকত আলী, অ্যাড. শহীদুল ইসলাম সুমন, অ্যাড. আরিফ উদ্দীন। উদ্বোধক ছিলেন বায়তুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা রফিক বিন হোসাইন, স্বাগত বক্তব্য রাখেন পেশাজীবী ফোরামের অর্থ সম্পাদক মো. ফখরুল আজিম। এ সময় উপস্থিত ছিলেন পাঠাগার সদস্য মো. ওয়াসিম, মো. আজিজ, মো. নকিব, মো. শাহজাহান, মো. মানিক, মো. ফখরুল নাঈম, মোজাম্মেল হোসেন, মো. জসিম প্রমুখ।