ফের ৩ দিনের রিমান্ডে আজিজুল হক ইসলামাবাদী

হাটহাজারী সহিংসতা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৬ জুন, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর (৪৬) ফের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার শুনানি শেষে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এ আদেশ দেন।
এর আগে হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের করা একটি মামলায় ইসলামাবাদীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আদালতের নগর পুলিশের একটি সূত্র আজাদীকে বিষয়টি নিশ্চিত করে। সূত্রটি আরো জানায়, গত সপ্তাহে হাটহাজারীর পৃথক দুই মামলায় ৩ দিন করে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে গত ২৬ মার্চ হাটহাজারীতে সহিংসতা চালায় হেফাজতের কর্মীরা। এতে থানার পাশাপাশি বিভিন্ন সরকারি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। নিহত হয় চারজন। এসব ঘটনায় গত ৩০ মার্চ অজ্ঞাতনামা কয়েক হাজারজনকে আসামি করে মোট ৬টি মামলা হয়।

পূর্ববর্তী নিবন্ধডেল্টা ধরনে হাসপাতালে যাওয়ার ঝুঁকি দ্বিগুণ
পরবর্তী নিবন্ধইঁদুরের বিষ খাইয়ে ছোট ভাইকে জবাই করে বড় ভাই