কুমিল্লার পূজামণ্ডপে কোরআন অবমাননার মামলায় গ্রেপ্তার ইকবাল হোসেনসহ চার আসামিকে আবারও রিমান্ডে পেয়েছে পুলিশ। কুমিল্লা সিআইডির সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম ফারহানা সুলতানা পুলিশের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। খবর বিডিনিউজের।
দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর ভোরে কুমিল্লার নানুয়া দীঘির পাড়ে উত্তেজনা ছড়ায়। হামলা, ভাঙচুর চালানো হয় অন্তত আটটি মন্দিরে। পরে কুমিল্লা কোতোয়ালী থানায় দায়ের করা কোরআন অবমাননার মামলায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ কর্মকর্তা এনামুল বলেন, ইকবালসহ চারজনকে আদালতে তুলে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২৩ অক্টোবর পুলিশ ইকবালসহ চারজনকে আরও সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। ইকবালের (৩৫) বাড়ি কুমিল্লা শহরের সুজানগরের খানকা মাজার এলাকায়। ওই এলাকার নূর মোহাম্মদ আলমের ছেলে ইকবাল পেশায় রঙমিস্ত্রি। ইকবাল ছাড়া অন্য তিনজন হলেন ইকরাম হোসেন রেজাউল, হুমায়ুন ও ফয়সাল আহমেদ।