ফের চালু কক্সবাজার সদর হাসপাতালের সিসিইউ

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ১৪ মে, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

অর্থ ও জনবল সংকটে বন্ধ হওয়া কক্সবাজার জেলা সদর হাসপাতালের বিশেষায়িত বিভাগ করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) পাঁচদিন পর ফের চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে আবারও সিসিইউ সেবা চালু করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্র জানায়, বিশেষায়িত বিভাগটির জন্য সরকারিভাবে দুজন চিকিৎসক পদায়ন করা হয়েছে। কিন্তু সিসিইউর মতো বিভাগ দুজন দ্বারা পরিচালনা সম্ভব নয়। এজন্য আলোচনা করে ৯ মাস বিনা বেতনে সেবা প্রদানকারীদের মাঝে দুজন চিকিৎসক আবারও বিনা বেতনে সেবা প্রদানে সম্মতি দিয়ে কাজে যোগ দিয়েছেন। ফলে চারজন চিকিৎসক নিয়ে মঙ্গলবার সকাল থেকে বিভাগটি ফের চালু হওয়ায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো।

ডা. মং টিং ঞো জানান, টানা ৯ মাস ৩০ চিকিৎসকসহ ১৩০ জন কর্মচারী বিনা বেতনে সিসিইউতে সেবা দিয়ে আসছিলেন। কিন্তু তারা তা কন্টিনিউ রাখতে না পারায় বৃহস্পতিবার (৮ মে) সিসিইউ বন্ধ ঘোষণা হয়। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে লিখিতভাবে একাধিকবার জানানো হয়। নানা প্রচেষ্টার পর সোমবার রাতে দুজন চিকিৎসককে জরুরি ভিত্তিতে পদায়ন করা হয়।

হাসপাতালের দাপ্তরিক সূত্রে জানা গেছে, ২০১৯ সাল থেকে রোহিঙ্গা সংকটে স্থানীয় জনগণের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় এনজিও জেলার হাসপাতাল ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রে সহায়তা কার্যক্রম চালু করে। এর আওতায় কঙবাজার সদর হাসপাতালে চালু হয় আইসিইউ, সিসিইউ, জরুরি প্রসূতি এবং শিশু সুরক্ষা সেবা। কিন্তু গত প্রায় ১০ মাস ধরে এনজিও সংস্থাগুলো অর্থ বরাদ্দ কমিয়ে দেয়। তারপরও টানা ৯ মাস ধরে ৩০ জন চিকিৎসক ও ১৩০ জন কর্মী বিনা বেতনে সেবা দিয়ে বিভাগটি চালু রাখেন। তবে পুরো অর্থ বরাদ্দ বন্ধ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত গত ৮মে পুরো বিভাগটি বন্ধ করতে বাধ্য হয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু সাধারণ মানুষের দাবির প্রেক্ষিতে বন্ধ ঘোষণার পাঁচদিন পর স্বল্প পরিসরে হলেও ফের অতিগুরুত্বপূর্ণ বিভাগটি ফের করা হয়েছে। এতে সর্বমহলে স্বস্তি ফিরেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টা চট্টগ্রাম আসছেন আজ
পরবর্তী নিবন্ধদাবি দীর্ঘদিনের, এবার কি সেতু হবে