ফের কূটনৈতিক সম্পর্কে ফিরছে কানাডা ও সৌদি আরব

| শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

কানাডা ও সৌদি আরব পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনে এবং নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিতে সম্মত হয়েছে। বুধবার দেওয়া বিবৃতিতে উভয় দেশই একথা জানিয়েছে। এর মাধ্যমে ২০১৮ সালে দু’দেশের মধ্যে শুরু হওয়া বিরোধের সমাপ্তি ঘটতে যাচ্ছে যা দ্বিপাক্ষিক সম্পর্ক ও বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করেছিল। কানাডা ও সৌদি আরবের দেওয়া বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত বছরের নভেম্বরে ব্যাংককে এশিয়াপ্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) এর শীর্ষ সম্মেলনের চলাকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে হওয়া আলোচনার ধারাবাহিকতায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উভয় দেশের বিবৃতিতে বলা হয়েছে, পারস্পরিক শ্রদ্ধা ও সাধারণ স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনর্স্থাপনের আকাঙ্ক্ষা থেকে সিদ্ধান্তটি এসেছে। ২০১৮ সালে সৌদি আরব দুইজন নারী অধিকার কর্মীকে আটক করলে তাদের আশু মুক্তির আহ্বান জানিয়ে রিয়াদের কানাডা দূতাবাস আরবি ভাষায় একটি টুইট করেছিল। এই নিয়ে রিয়াদ ও অটোয়ার বিরোধ শুরু হয়। পরে একই বছরের অক্টোবরে সাংবাদিক জামাল খাশুগজিকে হত্যা করা হলে কানাডাসহ পশ্চিমা সবগুলো দেশ এর নিন্দা করে। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধজাপানে গুলি ও ছুরি হামলায় নিহত ৩
পরবর্তী নিবন্ধঅর্থনীতিতে মূল্যস্ফীতির ধাক্কা, মন্দায় জার্মানি