ফেরিতে ঢলে পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ধারণা হিট স্ট্রোক

বোয়ালখালী প্রতিনিধি | সোমবার , ২৯ এপ্রিল, ২০২৪ at ৭:৩৮ পূর্বাহ্ণ

বোয়ালখালীতে মাদ্রাসায় যাওয়ার পথে মাওলানা মোস্তাক আহমদ কুতুবী (৫৬) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খিতাপচর আজিজিয়া মাবুদিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক ছিলেন। গতকাল রবিবার সকালে নগরীর চান্দগাঁও মোহরা এলাকার বাসা থেকে মাদ্রাসায় যাওয়ার সময় সাড়ে নয়টার দিকে ফেরিঘাটে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাক আহমদ কক্সবাজার জেলার উত্তর লেমশীখালীর ধুরুং বাজার এলাকার হাজী খলিলুর রহমানের ছেলে। তাঁর ১ মেয়ে ও ২ ছেলে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে নয়টার দিকে কালুরঘাটের পশ্চিম পাড় থেকে পায়ে হেঁটে ফেরিতে উঠেন তিনি। এরপর হঠাৎ ফেরিতে ঢলে পড়েন। অতিরিক্ত গরমে হিট স্ট্রোক করেন বলে ধারণা করা হচ্ছে।

মাদ্রাসার সহকারী শিক্ষক মো. মাসুম বলেন, তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাড়ে দশটায় তাঁকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, দুপুর ২টায় খিতাপচর আজিজিয়া মাবুদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর ১ম নামাজে জানাজা এবং বাদে এশা নিজ বাড়ি কুতুবদিয়ায় ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচবি শিক্ষার্থীকে হোস্টেলে আটকে রেখে সিগারেটের ছ্যাঁকা
পরবর্তী নিবন্ধগরমে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়লো তিন শিক্ষার্থী