ফুল নয় চিপস দিয়ে সাজানো হলো সন্দ্বীপের বরের গাড়ি

আজাদী অনলাইন | শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৯:১০ অপরাহ্ণ

নানান ধরনের ফুল দিয়ে সাজানো হয় বিয়ের গাড়ি। তবে এবার নিজের ফুল দিয়ে না সাজিয়ে বিয়ের গাড়ি সাজিয়েছে চিপস আর কুড়কুড়ের প্যাকেট দিয়ে। আর এই ঘটনা ঘটিয়েছেন সন্দ্বীপের বাসিন্দা হাসান আল নাহিয়ান।

কুড়কুড়ে আর চিপসের প্যাকেট দিয়ে সাজানো গাড়িতে চেপেই বিয়ে করতে গিয়েছেন তিনি।

হাসান আল নাহিয়ান বলেন, ‘ফুল দিয়ে গাড়ি সাজানোর পর সেই ফুল খুলে ফেলতে হয়। কাজে আসে না কারো। ছিঁড়ে নষ্ট করা হয় ফুলগুলো। এতে অপচয় হয়। কিন্তু কুড়কুড়ে ও চিপস দিয়ে গাড়ি সাজানোর পর সেগুলো অপচয় হবে না।চিপসগুলো বাচ্চারা খেতে পারবে।’

নাহিয়ানের বিয়ের গাড়ি সাজাতে ব্যবহার করা হয়েছে প্রায় ৪৫০টি কুড়কুড়ে চিপসের প্যাকেট। বিভিন্ন রকমের চিপস ও স্ন্যাকসের প্যাকেটও গাড়িটি সাজাতে ব্যবহার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফের সাগরে মাছ ধরা শুরু
পরবর্তী নিবন্ধছেলের মৃত্যুশোকে মারা গেলেন মাও