ফিনলে এম এন মেরিগোল্ড সেলস কার্নিভ্যাল শুরু

| শুক্রবার , ৫ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৫৯ পূর্বাহ্ণ

আবাসন শিল্প ও ব্যবসায় নতুনত্ব এবং যুগোপযোগী ধারণার সাথে পরিচয় করিয়ে দিতে প্রতি বছরের মত এবারও ফিনলে প্রপার্টিজ লিমিটেড আয়োজন করেছে সেলস কার্নিভ্যাল। ফিনলে এম এন মেরিগোল্ড প্রকল্পে এ কার্নিভ্যালের উদ্বোধন হয়ে গেল গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায়। পাঁচলাইশ মোড় সংলগ্ন ফিনলের প্রকল্প প্রাঙ্গনে ফিনলে এম এন মেরিগোল্ড সেলস কার্নিভ্যালের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মুফাখখারুল ইসলাম খসরু। এতে ফিনলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন ল্যান্ড ওনার দেলোয়ার হোসেন, লিয়াকত আলি চৌধুরী এবং প্রকল্পের গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কার্নিভ্যাল ৪ থেকে ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত প্রতিদিন চলবে। প্রতি বুকিংয়ে থাকছে আকর্ষণীয় উপহার। সিডিএ অনুমোদিত ফিনলে এম এন মেরিগোল্ড প্রকল্পটি নির্মিত হচ্ছে একেবারে সবুজের আবহে প্রকৃতির ছোঁয়ায়। ১৬৫০ ও ১৬৬০ বর্গফুটের ৩ বেডের ল্যাঙারি এপার্টমেন্টের কক্ষে রয়েছে ক্রস ভেন্টিলেশন এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা। বাচ্চাদের খেলাধুলার জন্য ইনডোর এবং আউটডোর চিলড্রেন প্লে এরিয়া, সকলের স্বাস্থ্য সুরক্ষায় জিমনেশিয়াম, চিত্ত বিনোদনে বসার ব্যবস্থা সহ পাহাড়ঘেঁষা খোলা বাগান, ওপেন টেরেস ও সুপ্রসস্থ কমিউনিটি হল। উন্নত যোগাযোগ ব্যবস্থা, বন্যা ও জলাবদ্ধতামুক্ত ফিনলে এম এন মেরিগোল্ড প্রকল্পে সর্বাধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে। যারা সাধ্যের মধ্যে সর্বাধুনিক আবাসনের খোঁজে রয়েছেন তাদের জন্য ফিনলে এম এন মেরিগোল্ড প্রকল্পটি একেবারে আদর্শ, প্রকৃতির ছোঁয়ায় আবাসস্থলের নতুন ঠিকানা। প্রতিষ্ঠার পর থেকে ফিনলে প্রপার্টিজ লিমিটেড পরিবেশ সহায়ক ও গ্রাহক বান্ধব প্রকল্প নির্মাণ ও উন্নয়নে নিজেদের অঙ্গীকার ও সঙ্কল্প ব্যক্ত এবং তার বাস্তবায়নে দৃঢ় ও নিবেদিত থেকেছে। এ পর্যন্ত ফিনলে প্রায় ১১ টি প্রকল্পের আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের নিকট উন্নত প্রকল্প মান ও ব্যবস্থাপনার সুনিপুন উদাহরণ প্রতিষ্ঠা করতে পেরেছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনাসিরাবাদে জুট গোডাউনে আগুন
পরবর্তী নিবন্ধবাংলাদেশি সিনেমায় কবির সিং