বাংলা মায়ের দামাল ছেলে
স্বদেশ প্রেমের মশাল জ্বেলে
মায়ের বোলে দীক্ষা নিলো
ঘরে ঘরে জ্বালবে আলো।
রফিক, সালাম, বরকত, জব্বর,
আয় তোরা সব আমতল চত্বর।
সত্বর সত্বর আমতল চত্বর।
শুনবো না আর কোন মন্তর।
হঠাৎ, হঠাৎ ঠা, ঠা, ঠা, ঠা
ভর দুপুরে কাকের কা, কা
শকুন এলো, শকুন এলো
বিষ নখরে খাবলে নিলো।
ফাগুন দিনের আগুন দুপুর
ঝাঁঝরা হলো বুকের পাঁজর।
সোনার ছেলে জীবন দিলো
বুকের মাঝে স্বপ্ন ছিলো।
মায়ের ভাষায় গাইবে গান
অ, আ, ক, খ ধরবে তান।
গুপ্ত ঘাতক রক্ত পিলো
মুক্তপ্রাণ সব সুপ্ত হলো।
পলাশ হয়ে রইলো ফুটে
শ্যামল মায়ের কোমল তটে।