ফটিকছড়ি সাংবাদিক পরিষদের সাথে এটিএম পেয়ারুলের মতবিনিময়

| রবিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২২ at ১১:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম বলেছেন, রাজনীতি হচ্ছে আমার জন্য ইবাদত। আর আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকতে পারাকে পূণ্যের কাজ মনে করি। অনেক প্রলোভন, লোভ আমাকে নীতিহীন করতে পারেনি। গত বৃহস্পতিবার নাসিরাবাদ হাউজিং সোসাইটি হলে ফটিকছড়ি সাংবাদিক পরিষদ-চট্টগ্রামের নবনির্বাচিত কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসীন কাজীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ ও সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ। উপস্থিত ছিলেন, সহ সভাপতি রাশেদ মাহমুদ, আলতাফ মিয়া, বাচ্চু বড়ুয়া, আবু মুসা জীবন, সাইফুল্লাহ চৌধুরী, বিপুল বড়ুয়া, শতদল বড়ুয়া, আহমদ আলী চৌধুরী, আবদুস সাত্তার, রেজাউল করিম, শ্যামল নন্দী, সুমন দে, আজিম অনন, জালাল রুমি, আরাফাত বিন হাসান, সিরাত মঞ্জুর প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।