ফটিকছড়ির ইউপি চেয়ারম্যানসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের মামলা

ইউজিপিপি প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৭ জানুয়ারি, ২০২২ at ৭:৪৭ পূর্বাহ্ণ

অতি দরিদ্র্যদের জন্য ৪০দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইউজিপিপি) প্রকল্পের সাড়ে ৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একজন ইউপি চেয়ারম্যান এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের তিন কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) গতকাল শ্রমিকদের ভুয়া নাম ব্যবহার করে টাকা আত্মসাতের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। দুদকের চট্টগ্রাম২ সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ জানে আলম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইজিপিপি প্রকল্পের ট্যাগ অফিসার প্রনবেশ মহাজন, বাংলাদেশ কৃষি ব্যাংকের ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক মুহাম্মদ আজিজুল হক, হেঁয়াকো শাখার সাবেক কর্মকর্তা সুজিত কুমার নাথ ও সাবেক ক্যাশিয়ার মোহাম্মদ আবুল কাশেমকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়ন পরিষদের গত ২০১৫২০১৬ অর্থবছরের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের মোট ৮০ দিনের কর্মসৃজন প্রকল্পের দৈনিক ২০০ টাকা মজুরি হারে ৪১ জন শ্রমিকের নাম ব্যবহার করে ৬ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। এক্ষেত্রে আসামিরা প্রকল্পে ভুয়া শ্রমিক ও ভুয়া মাস্টাররোল তৈরি করে, শ্রমিকদের নামে ভুয়া হিসাব খুলে শ্রমিকদের নামে অর্থ উত্তোলন করেছে। অতি দরিদ্র্যদের জন্য ৪০দিনের কর্মসংস্থান কর্মসূচি (ইউজিপিপি) প্রকল্পের আওতায় উক্ত শ্রমিকদের কাজ করানো হয় বলে টাকাগুলো আত্মসাৎ করা হয়। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ () ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে বলেও দুদক সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীর সাবেক-বর্তমান দুই মেয়রই কারাগারে
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় আ.লীগের ১৭ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার