ফটিকছড়িতে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার মডেল ল্যাব সিলগালা

| সোমবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:২২ পূর্বাহ্ণ

ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে এক বছর ধরে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই অবৈধভাবে চলছিল মডেল ল্যাব নামে একটি ডায়াগনস্টিক সেন্টার। খবর পেয়ে ল্যাবটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। গত ৩ ফেব্রুয়ারি উপজেলার সর্বদক্ষিণে তকিরহাটে অবস্থিত মডেল ল্যাবটি বন্ধের নির্দেশনা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো: আরেফিন আজিম। এসময় আরো উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. খান মোহাম্মদ, আবদুল্লাহ আল মামুন, স্বাস্থ্য পরিদর্শক অর্জুন নাথ। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, উপজেলার দক্ষিণে এবং রাউজানের সাথে লাগোয়া তকিরহাটে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে চলছিল ডায়াগনস্টিক সেন্টারটি। খবর পেয়ে আমরা ওই প্রতিষ্ঠানটি সিলগালা করে দিয়েছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচসিকের ৪ শিক্ষা প্রতিষ্ঠানের সভা
পরবর্তী নিবন্ধবাঁশখালী প্রধান সড়কের কাজ এক বছরের মধ্যেই শুরু হবে