করোনাভাইরাস মহামারী মোকাবেলায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভূমিকার সমালোচনাকারী একজন চীনা ধনকুবেরকে দুর্নীতির দায়ে ১৮ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। মঙ্গলবার ৬৯ বছর বয়সী রেন জিকিয়াংকে এ সাজা দেওয়া হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন। এক সময়ের প্রভাবশালী আবাসন ব্যবসায়ী রেনের সঙ্গে চীনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। চলতি বছরের মার্চে করোনাভাইরাস মহামারী মোকাবেলায় শি’র সমালোচনা করে নিবন্ধ লেখার পর তিনি কিছু সময়ের জন্য নিখোঁজ ছিলেন। পরে তার বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত বেশ কয়েকটি অপরাধের অভিযোগ আনা হয়। মঙ্গলবার বেইজিংয়ের একটি আদালত রেনকে সরকারি তহবিলের এক কোটি ৬৩ লাখ ডলার আত্মসাৎ, ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানির এক কোটি ৭২ লাখ ডলার ক্ষতিসহ বেশ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত করে।