জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। বলিউডের পাশাপাশি ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেন তিনি। বর্তমানে বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী। তবে কিয়ারার ব্যক্তিগত জীবন নিয়ে ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত বলিউডের প্রশ্ন একটাই, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম করছেন তিনি? এ প্রশ্নের উত্তর কিয়ারা এর আগে স্রেফ বন্ধুত্ব বলে এড়িয়ে গেলেও, তার মনে সিদ্ধার্থের জন্য বিশেষ জায়গা রয়েছে সেই ইঙ্গিত দিয়েছেন সামপ্রতিক একটি টিভি ইন্টারভিউতে। এর আগেও কিয়ারা একাধিকবার ইঙ্গিত দিয়েছেন তার জীবনে সিদ্ধার্থ স্পেশাল। কিছুদিন আগে কপিল শর্মা তার অনুষ্ঠানে সিদ্ধার্থকে নিয়ে পরোক্ষভাবে তাকে খোচা দিলে লজ্জায় লাল হয়ে ওঠে কিয়ারার মুখ। সমপ্রতি কিয়ারার ‘ইন্দু কি জওয়ানি’ সিনেমার ট্রেইলারে দেখার পর সিদ্ধার্থের রোমান্টিক পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সিদ্ধার্থের পোস্টের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় কিয়ারার জবাব ছিল, তোমার সঙ্গে ইন্দু দেখার অপেক্ষায় আছি। কিয়ারা-সিদ্ধার্থের প্রেমের গুঞ্জনের পাল্লা প্রতিদিন ভারী হয়ে চললেও, দুজনের কেউই এখনো আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের ব্যাপারে মুখ খোলেননি।