প্রিমিয়ার ভার্সিটিতে ভ্রাম্যমাণ প্রদর্শনী

| সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১০:৩২ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমেরিকান দূতাবাস এবং বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে ভয়েসেস অব বাংলাদেশ শীর্ষক ভ্রাম্যমান প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল রোববার প্রিমিয়ার ইউনিভার্সিটির সহযোগিতায় শুরু হওয়া প্রদর্শনী ১০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

প্রদর্শনীতে মৌখিক ইতিহাসের (ওরাল হিস্ট্রি) মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময়ের অজানা গল্প ও তথ্যগুলো সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভ্রাম্যমান প্রদর্শনীর উদ্বোধনী দিনে প্রদর্শনীটি ঘুরে দেখেন উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন।

তিনি প্রদর্শনীর প্রশংসা করে বলেন, প্রদর্শনীর মৌখিক ইতিহাস সংগ্রহ কার্যক্রম বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস সংগ্রহের জন্য একটি চমৎকার উদ্যোগ। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান ও ‘ভয়েসেস অব বাংলাদেশ’-এর সমন্বয়ক আইরিন খান।

পূর্ববর্তী নিবন্ধমহিষ লুকিয়ে রাখায় ৫০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ২৩৯ ঘনফুট গামারি ও আকাশমনী কাঠ জব্দ, আটক তিন