হাটহাজারীতে ২৩৯ ঘনফুট গামারি ও আকাশমনী কাঠ জব্দ, আটক তিন

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৭ নভেম্বর, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে পিকআপ বোঝাই করে চিরাইকৃত গামারি ও আকাশমনী কাঠ পাচারের সময় ২টি পিকআপ ও তিন ব্যক্তিকে আটক করেছে স্থানীয় বন বিভাগ। গতকাল রোববার ভোরে র‌্যাব-৭ হাটহাজারী ক্যাম্প সিপিসি-২ এর সহযোগিতায় উপজেলার বাসস্টেশন জিরো পয়েন্ট এলাকা থেকে ২৩৯ ঘনফুট কাঠ জব্দ করে।

যার আনুমানিক মুল্য দুইলাখ টাকা। আটককৃতরা হলেন মো. নাজিম উদ্দীন (৩৭), মো. শাকিল (২১) ও মো. নাঈম উদ্দীন (১৯)। এরা সকলেই রাউজান উপজেলার বাসিন্দা।

হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। বন সংরক্ষণ আইনে এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত কাঠ বন বিভাগ উপজেলার ১১ মাইল এলাকায় কাম চেক স্টেশনে হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ভার্সিটিতে ভ্রাম্যমাণ প্রদর্শনী
পরবর্তী নিবন্ধনগরীতে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ