সিজেকেএস ক্রিকেট লিগের এই মৌসুমের দলবদল শুরু হয়েছে গত ২০ ডিসেম্বর। এরই মধ্যে এই দল বদল বন্ধ রাখতে কিংবা সময় বাড়ানোর আবেদন জানিয়েছে এফএমসি। গত ২০ ডিসেম্বর এফএমসি স্পোর্টসের সাধারণ সম্পাদক আবু সামা বিপ্লবের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুস সাকিব যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব বরাবর রিট পিটিশন (নং ১৬১২০) টি করেন।
পিটিশিনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা বরাবর দেওয়া আবেদন সমূহের অনুলিপি সংযুক্ত করা হয় যাতে এফএমসি স্পোর্টসকে প্রিমিয়ার ডিভিশন থেকে অবনমনের শাস্তি প্রত্যাহার করে প্রিমিয়ার ডিভিশনে পুনর্বহালের আবেদন জানানো হয়। উল্লেখ থাকে যে সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লিগের সর্বশেষ আসরে গত ২২ ফেব্রুয়ারি ২০২২ এফএমসি স্পোর্টস নিজেদের দ্বিতীয় খেলায় চবক ক্রীড়া সমিতির বিপক্ষে খেলানোর জন্য পারভেজ হোসেন ইমনকে দলভুক্ত করলেও ম্যাচ শুরুর আগের রাতে ইমনের ব্যাপারে অন্য একটি দল আপত্তি জানিয়েছে মর্মে তাকে এফএমসির হয়ে না খেলানোর জন্য এফএমসি কর্মকর্তাদের অনুরোধ করা হয়।
এফএসির দাবি ইমনকে যথাযথ নিয়ম মেনেই সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদকের সামনেই দলবদল করা হয়। ইমনকে পাওয়ায় দলের কোটার অন্য উইকেট কিপারকে ছেড়ে দেয় তারা। বিকল্প কোন উইকেট কিপার ঢাকা থেকে আনানোর সুযোগ না থাকায় তাকে খেলোয়াড় তালিকায় রেখে টস সম্পন্ন হওয়ার পর ক্রিকেট কমিটি তাকে খেলতে দিতে আপত্তি জানায়। অন্যদিকে এফএমসি ইমনকে ছাড়া খেলতে অপরাগতা প্রকাশ করে।
শেষ পর্যন্ত সেদিনের খেলা আর মাঠে গড়ায়নি। পরদিনই সিজেকেএস কর্তৃপক্ষ এফএমসিকে প্রিমিয়ার ডিভিশন থেকে বহিষ্কার করে প্রথম বিভাগে নামিয়ে দেয়। এরপর এফএমসি স্পোর্টস সিজেকেএস ও জেলা প্রশাসক বরাবর শাস্তি প্রত্যাহারের আবেদন করে। কিন্তু তাদের শাস্তি মওকুফ হয়নি। এফএমসি স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়েছে তারা বরাবর খেলাধুলার পক্ষে কাজ করে আসছে। তাই তাদেরকে আবার মাঠে ফেরার সুযোগ দেওয়ার আবেদন করেছে ক্লাবটি।