প্রিমিয়ার ইউনিভার্সিটির গণিত বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা মাসব্যাপী অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা দাবা, বাস্কেটবল এবং ক্রিকেট প্রতিযোগিতায় অংশগগ্রহণ করে। ক্রিকেট প্রতিযোগিতায় সার্কেল, প্যারাবোলা, ইলিপ্স ও হাইপারবোলা নামে চারটি টিম গ্রুপ পর্বে অংশগ্রহণ করে। এতে ইলিপ্স টিম চ্যাম্পিয়ন এবং প্যারাবোলা রানার আপ হয়। বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে ফাইনাল খেলা উপভোগ করেন। ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সমন্বয় করেন বিভাগের শিক্ষক শাহরীনা আকতার ও রাজিব কর্মকার।