প্রয়াত আ. লীগ নেতাদের কবর জেয়ারতে অর্থ প্রতিমন্ত্রী

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৩ মার্চ, ২০২৪ at ৫:৩৮ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপান্তরকারী, দূরদর্শী ও আদর্শিক নেতৃত্বে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। এক্ষেত্রে আওয়ামী লীগের প্রয়াত নেতাদের ত্যাগতিতিক্ষা ও সংগ্রাম থেকে সকলকে শিক্ষা গ্রহণ করে দল ও আদর্শের প্রতি অবিচল থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি। গতকাল শুক্রবার মহানগরীতে অবস্থিত আওয়ামী লীগের প্রয়াত নেতাদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে অর্থ প্রতিমন্ত্রী এই আহ্বান জানান। তিনি গতকাল প্রয়াত আওয়ামী লীগ নেতা এম এ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, এম এ হান্নান, এম এ মান্নান, ইসহাক মিয়া ও এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবরে শ্রদ্ধা জানান।

প্রয়াত নেতাদের কবর জেয়ারতকালে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপির সাথে এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবদুল কাদের সুজন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আবু সালেহ, এডিশনাল পিপি অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, মো. জাহাঙ্গীর চেয়ারম্যান, দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ, হাজী নুরুল হক চেয়ারম্যান, মো. আলী চেয়ারম্যান, আবুল বশর, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজিন দাশ রাহুল, আজিজুর রহমান, হাবিবুর রহমান তারেক, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, নাজিম উদ্দিন সুজন, ইয়ামিন চৌধুরী ও খোরশেদ আলম ইমতিয়াজ।

পূর্ববর্তী নিবন্ধচবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির ইফতার মাহফিল
পরবর্তী নিবন্ধক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন