প্রমত্ত কণ্ঠস্বর

আশীষ সেন | শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

প্রতিবাদ প্রতিবার ব্যর্থ ব্যর্থ হ’লো?

চক্ষু তুলে নাও, চোখের জলের ধারা

রক্ত লিপ্ত হ’লো

বক্ষ দীর্ণ করো, বুকের রুধির ধারা

আরো লাল হ’লো

কখনো মরিনা, মাটিতেও মিশছি না

খাঁচার গুহায় বাস, বন্দী পাখিও না

আগুন না, নেভালেও নিভছি না

দুবির্নীত কণ্ঠস্বর আমার ঠিকানা

পূর্ববর্তী নিবন্ধপাখি
পরবর্তী নিবন্ধযতীন সরকারের সর্বকালীন রাজনৈতিক নাটক