প্রবীণদের সুরক্ষায় প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন গঠনের দাবি

সিনিয়র সিটিজেন ফোরামের সেমিনার

| মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৭:৫৩ পূর্বাহ্ণ

সিনিয়র সিটিজেন ফোরাম আয়োজিত ‘প্রবীণ নাগরিকদের নাগরিক অধিকার সুরক্ষা : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার চট্টগ্রাম প্রেসক্লাবের সুলতান আহমদ মিলনায়তনে গত রোববার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা দেশের প্রবীণদের কল্যাণ ও তাদের কর্মক্ষমতা কাজে লাগাতে এবং সামাজিক, অর্থনেতিক, সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের যুক্ত করতে নানা পদক্ষেপ ও কর্মসূচি নেয়ার আহ্বান জানান। এ লক্ষ্যে বক্তারা প্রবীণ উন্নয়ন ফাউন্ডেশন গঠন করার ঘোষণা চলতি বাজেট আলোচনার সময় দিতে সরকারের প্রতি দাবি জানান। ড. রণজিৎ কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক সুভাষ দে। আলোচনায় অংশ নেন চবি দর্শন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর লে. কর্ণেল (অব.) . এম শফিকুল আলম, চবি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর শিক্ষক প্রফেসর ড. আদনান মান্নান, এপোলো ইমপেরিয়াল হাসপাতাল চট্টগ্রামের ডেপুটি চিফ মেডিক্যাল সার্ভিস ডা. মোহাম্মদ ফজলে ইআকবর চৌধুরী, প্রবীণ নাগরিক ফোরাম উপদেষ্টা আমিনুর রশীদ কাদেরী, চিটাগাং ড্রাইডকের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এনামুল বাকী, সড়ক ও জনপথ বিভাগের প্রাক্তন উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর চন্দ্র সাহা প্রমুখ। সভা সঞ্চালনা করেন কবি মুশফিক হোসাইন। শুরুতে ফোরামের ৪ জন প্রবীণ সদস্যের মৃত্যুতে শোক প্রকাশ ও দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বক্তারা প্রবীণদের সেবা দিতে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর কাজের মধ্যে সমন্বয়, প্রবীণ বান্ধব প্রশাসন ও সমাজ গড়ে তোলা এবং প্রবীণদের স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষায় ভাতা বৃদ্ধিসহ বিশেষ কর্মসূচি গ্রহণ করার দাবি জানান। জাতীয় প্রবীণ নীতিমালা, পিতামাতার ভরণ পোষণ আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার কথা তারা বলেন। বক্তারা প্রবীণদের মর্যাদা, কল্যাণ ও সুরক্ষায় সমাজের সকল বয়সী মানুষের সহযোগিতা ও সহমর্মিতা এবং প্রবীণদের অবসরের পর তাদের কর্মক্ষমতা কাজে লাগাতে সরকারের বিশেষ পরিকল্পনা থাকা প্রয়োজন বলে উল্লেখ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাঁঠালের চিপস তৈরি করলো সিভাসুর গবেষকরা
পরবর্তী নিবন্ধআল্লামা নূরীর যৌতুক ও মাদকবিরোধী আন্দোলন দেশব্যাপী সমাদৃত হচ্ছে