প্রফেসর মাসুদা এমপির দাফন সম্পন্ন

| বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১২ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাসুদা এম. রশীদ চৌধুরী এমপির চার দফা জানাযা শেষে রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ঢাকার মগবাজারের নিজ বাস ভবনে প্রথম নামাজে জানাজা, জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসের সামনে দ্বিতীয় নামাজে জানাজা সম্পন্ন হয়। এরপর মরহুমার মরদেহ চট্টগ্রামের জুবলী রোডস্থ বাসভবনে নিয়ে আসা হয়। মঙ্গলবার বাদ যোহর চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে তৃৃতীয় এবং বাদ আসর রাউজান গহিরায় চৌধুরী বাড়ীর আঙ্গিনায় ৪র্থ নামাজে জানাযা সম্পন্ন হয়।
জানাযাসমূহে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আক্তারুজ্জামান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মশিউর রহমান, বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি প্রমুখ। পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমার একমাত্র ভাই শিল্পপতি আদনান মনসুর, পুত্র ব্যারিস্টার সানজীদ রশীদ চৌধুরী, এ বি এম ফজলে শহীদ চৌধুরী, আফতাব রহিম চৌধুরী, ফজলে একরাম চৌধুরী, মাশফিক আহমেদ চৌধুরী, ফারাজ করিম চৌধুরী, মুকারম চৌধুরী, ফাইক শহীদ চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য, প্রফেসর মাসুদা এমপি চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আবুল মনসুরের একমাত্র কন্যা ও মরহুম এডভোকেট এ বি এম ফজলে রশীদ চৌধুরীর সহধর্মিণী এবং এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির ভাবী। মরহুমা এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব উৎসব শুরু
পরবর্তী নিবন্ধইউসেপ বাংলাদেশের চেইনী দিবস পালিত