বিদ্যালয় তহবিলে ২৬ লাখ টাকার হিসাব গড়মিল হওয়ায় বাঁশখালী চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দু’জনের বেতন বন্ধ ও অপর একজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সংশ্লিষ্টরা বিদ্যালয় পরিচালনা কমিটির দেওয়া শোকজের যথাযথ জবাব দিতে না পারায় তাদের বিরুদ্ধে পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর মধ্যে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সাহাব উদ্দিনের বেতন ৩ মাসের জন্য বন্ধ, অফিস সহায়ক রুস্তম আলীর এক মাসের বেতন বন্ধ ও সহকারী শিক্ষক বাবুল দত্তকে সাময়িক বরখাস্ত করা হয়।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সাহাব উদ্দিন বলেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: শফিকুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আমাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়। আমি অসুস্থ হওয়ায় আমার সকল কাজ সহকারী শিক্ষক বাবুল দত্তকে দিয়েছি। এদিকে বিদ্যালয়ে সেশনের টাকা জমা দেওয়া, সার্টিফিকেটের টাকা সহ নানা ধরনের তহবিলে প্রায় ২৬ লক্ষ টাকার অসঙ্গতি পাওয়ায় পরিচালনা কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্টদের দু’বার শোকজ প্রদান করা হয়। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির দেওয়া শোকজের যথাযথ জবাব দিতে না পারায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: সাহাব উদ্দিনের ৩ মাসের বেতন বন্ধ, অফিস সহায়ক রুস্তম আলীর এক মাসের বেতন বন্ধ ও সহকারী শিক্ষক বাবুল দত্তকে সাময়িক বরখাস্ত করলেন পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আবদুল কাদেরসহ কমিটির সদস্যরা। এ ব্যাপারে জানতে চাইলে পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ আবদুল কাদের বলেন, বিদ্যালয়ের আর্থিক লেনদেনের নানা অসঙ্গতির জন্য তাদের পর পর দু’বার শোকজ করা হয়। কিন্তু তারা জবাব দিতে পারেননি বিধায় সিদ্ধান্ত মোতাবেক তাদের শাস্তি দেওয়া হয়। তবে তাদের আবার সুযোগ দেওয়া হয়েছে তারা যদি নিয়ম অনুসারে সব প্রমাণ করতে পারে তাদের শাস্তি মওকুফ করা হবে।