প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ চট্টগ্রাম আসছেন। চট্টগ্রাম নেভাল একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আসছেন তিনি।
কুচকাওয়াজ অনুষ্ঠানে মিডশিপম্যান ২০২০/এ ব্যাচ এবং ডাইরেক্ট এন্ট্রি অফিসার (ডিইও) ২০২২/বি ব্যাচের নবীন কর্মকর্তাদের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠান পরিদর্শন এবং সালাম গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।
আজ সকালে তিনি চট্টগ্রামে আসবেন। বিকেলে তিনি ঢাকায় ফিরে যাবেন। সকাল ১০ টা থেকে বেলা ১২ পর্যন্ত নৌ বাহিনীর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
আজকের কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ২০২০/এ ব্যাচের ৩৭ জন মিডশিপম্যান এবং ২০২২/বি ব্যাচের ৬জন ডাইরেক্ট এন্ট্রি অফিসারসহ সর্বমোট ৪৩ জন নবীন কর্মকর্তাকে কমিশন প্রদান করা হবে। এদের মধ্যে ৯জন মহিলা এবং ২জন প্যালেস্টাইনের কর্মকর্তা রয়েছেন।