প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে ফিরলেন জয়

| সোমবার , ২২ জানুয়ারি, ২০২৪ at ৬:০৩ পূর্বাহ্ণ

দ্বাদশ সংসদ নির্বাচনে জিতে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর নতুন করে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পেলেন সজীব আহমেদ ওয়াজেদ জয়। আওয়ামী লীগের গত দুই সরকারের মেয়াদেও প্রধানমন্ত্রীর উপদেষ্টার দায়িত্বে ছিলেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ। দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় অন্য অনির্বাচিত মন্ত্রী ও উপদেষ্টাদের মতো তিনিও দায়িত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন। খবর বিডিনিউজের।

গতকাল রোববার বিকালে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, সজীব আহমেদ ওয়াজেদকে প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনেও বিষয়টি জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমূল্যায়ন পদ্ধতি নিয়ে এখনই নিরাশ হওয়া যাবে না
পরবর্তী নিবন্ধশীতে দগ্ধ রোগী বেড়েছে