কনফিডেন্স সিমেন্ট প্রথম বিভাগ ক্রিকেট লিগে বড় জয় পেয়েছে শতদল জুনিয়র। গতকাল বুধবার মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় শতদল জুনিয়র ১২২ রানে নিমতলা লায়ন্স ক্লাবকে পরাজিত করে। টসে জিতে শতদল জুনিয়র প্রথমে ব্যাট করতে নামে।
নির্ধারিত ৫০ ওভারে সাজেদুর রহমানের সেঞ্চুরিতে তারা ৭ উইকেট হারিয়ে ২৯২ রান তুলে নেয়। জবাবে নিমতলা লায়ন্স ক্লাব ৩৬.২ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায়। শতদল জুনিয়রের আবরার আনাস মাহি এবং সাজেদুর রহমান ওপেনিং জুটিতে অনবদ্য খেলেন।
তারা ১৭৭ রানের জুটি গড়ে তোলেন। ব্যক্তিগত ৭৯ রানে আবরার ফিরে গেলেও সাজেদুর তার সেঞ্চুরি পূর্ণ করেন। ৮৯ বলে ৬টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে শতরানে পৌঁছান তিনি। নিমতলা লায়ন্স ক্লাবের রবিউল হোসেন ৩টি এবং ইমতিয়াজ আহমেদ ২টি উইকেট নেন।
২৯৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে নিমতলা শতদল জুনিয়রের আশিকুর রহমানের বোলিং তোপে পড়েন। পারভেজ ৪৪ এবং অনিক ১৭ রান করে আউট হয়ে যান। আশিকুর ৪৩ রান দিয়ে ৫ উইকেট দখল করেন।