পটিয়া পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। দিনভর মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের জমজমাট প্রচারণায় পুরো পৌরসভা এলাকা মুখরিত হয়ে উঠে। বাদ্য বাজনা, গানে নাচে ও প্রতীকের ড্যামি নিয়ে নেচে গেয়ে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রচারণা যেন নান্দনিক রূপ দেখতে পায় পুরো পৌরবাসী। অনেক প্রার্থী মোটরসাইকেল ও বিভিন্ন গাড়ী নিয়ে মোটর শোভাযাত্রা ও ভুভুজেলা বাজিয়ে প্রচারণায় নিজ নিজ ভোটার এলাকা মাতিয়ে তোলে। সব মিলিয়ে প্রচার-প্রচারণার শেষ দিনে গতকাল শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত পটিয়া পৌরএলাকা উৎসবের নগরীতে পরিণত হয়। ঘরে ঘরে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে ভোটারদের প্রত্যাশা প্রতিশ্রুতির যেন বাস্তবায়ন হয়।
পটিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৪ প্রার্থী। এর মধ্যে সরকারী দল আ.লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে উপজেলা আ.লীগ নেতা আইয়ুব বাবুল, বিএনপির থেকে ধানের শীষ প্রতীক নিয়ে সাবেক মেয়র ও পৌরসভা বিএনপি নেতা নুরুল ইসলাম সওদাগর, জাতীয় পার্টি থেকে কেন্দ্রিয় জাপার ভাইস প্রেসিডেন্ট ও সাবেক পৌর চেয়ারম্যান নুরুল ইসলাম মাস্টার ও ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীকের প্রার্থী আলী হুসাইন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামীকাল রবিবার চূড়ান্ত ভোটযুদ্ধে নামবে ভোটার ও মেয়র কাউন্সিলর প্রার্থীরা। এদিকে পৌরসভা নির্বাচনে ৪জন মেয়র প্রার্থী ছাড়াও ৯টি ওয়ার্ডে সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে ৯জন ও সাধারণ আসনে ৩৩জন কাউন্সিলর বিভিন্ন প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন।