নগরীর আক্তারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের প্রতিরোধকে একটি বাস আটকে পড়ে এক ঘণ্টারও বেশি সময় ধরে ফ্লাইওভারে যান চলাচল বন্ধ ছিল। বাসটি বিআইডব্লিউটিএ এর বলে জানা গেছে। গতকাল রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, জিইসি থেকে অক্সিজেনগামী বিআইডব্লিউটিএ এর বাসটি দুই নম্বর গেট এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারী যান চলাচল প্রতিরোধক গেটে (র্যাম্প) আটকে যায়। ফলে ফ্লাইওভারে উভয় দিক থেকে আসা শত শত যানবাহন আটকা পড়ে। পরে বাসটির চাকার হাওয়া কমিয়ে প্রতিরোধক গেট থেকে বাসটিকে বের করে আনা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক উত্তর বিভাগ) ট্রাফিক সার্জেন্ট আবদুর রহমান জানান, বাসটি আটকে যাওয়ায় জিইসি পর্যন্ত ফ্লাইওভার ও সড়কে যানজটের সৃষ্টি হয়। আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বাসটি বের করে আনা হলে ফ্লাইওভারে যান চলাচল স্বাভাবিক হয়।